সোমবার কার কেমন প্রেম, অর্থ, সুখ মিলবে, আগাম জেনে নিন রাশি মিলিয়ে

রাশি | ফোরপিলার্সবিডি.কম
প্রকাশিত:
সোমবার কার কেমন প্রেম, অর্থ, সুখ মিলবে, আগাম জেনে নিন রাশি মিলিয়ে

০১horoscope of how monday will pass for the zodiac signs

অর্থ, প্রেম, যশ- কেমন কাটবে আপনার আজকের দিন? রইল আপনার দৈনিক রাশিফল। এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

০২

aries

মেষ - স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভাল হবে।

 

০৩

taurus

বৃষ –একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা য়ায়। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসা খুব একটা মনের মতো হবে না। কোনও নতুন কাজে হাত দেওয়া ঠিক হবে না।

 

০৪

gemini

মিথুন - আগুন থেকে বিপদের আশঙ্কা। আগুন থেকে বিপদের আশঙ্কা। সংসারের জন্য অনেক করেও বদনাম হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। প্রবাসী বন্ধুর সঙ্গে কথা হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

 

০৫

cancer

কর্কট- ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। সঙ্গীতে সাফল্য লাভ। ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। অর্থভাগ্য ভাল।

 

০৬

leo

সিংহ- ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাড়তি খরচ হতে পারে। সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। টিউমার জাতীয় রোগে ভোগান্তি। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

 

০৭

virgo

কন্যা- বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বাধতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে।

 

 

০৮

libra

তুলা - ব্যবসায় চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে। বুদ্ধির দোষে কোনও কাজ পণ্ড হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে।

 

 

০৯

scorpio

বৃশ্চিক- কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে। দাম্পত্য কলহ হতে পারে। শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে। সন্তানের জন্য গর্ববোধ। বাবা-মা’র চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন।

 

 

১০

sagittarius

ধনু - চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি পাবে। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা। প্রেমের জন্য দিনটি শুভ।

 

 

১১

capricorn

মকর – দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। পরোপকারে শান্তি লাভ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

 

 

১২

aquarius

কুম্ভ - বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। প্রিয়জনের জন্য মনঃকষ্ট বৃদ্ধি। প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে।

 

 

১৩

pisces

মীন - খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।

সব ছবি: সংগৃহীত।

রাশি বিভাগের আরও খবর

৯-১৫ জুলাইয়ের রাশিফল: আয় নাকি ব্যয়ই হবে বেশি?

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ
সপ্তাহের শুরুতে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। তবে দূরে বদলির যোগ লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায়ীরা তাঁদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। অতিরিক্ত আত্মবিশ্বাস সবসময় ভাল নাও হতে পারে। সন্তানদের স্বাস্থ‌্য সংক্রান্ত সমস‌্যার জন‌্য পড়াশোনার ফলের উপর প্রভাব পড়তে পারে। নববিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে। সপ্তাহের শেষান্তে পড়ে থাকা পারিবারিক সম্পত্তি থেকে আয় হওয়ার সম্ভাবনা।

বৃষ
আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এই সময় অপরিকল্পিত খরচ বৃদ্ধির ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। হঠাৎ পড়ে গিয়ে শরীরের ঊর্ধ্বাঙ্গে চোটাঘাত লাগার সম্ভাবনা। ব‌্যবসায় উন্নতির জন‌্য বহু মানুষের সহযোগিতা পাবেন। বিবাহিতদের সন্তানলাভের সম্ভাবনা। ভাইবোনদের প্রতি কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে ভাল ব‌্যবহার আশা করবেন না।

মিথুন
পূর্ববর্তী সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। তবে ব‌্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। নতুন ব‌্যবসা শুরু করার পক্ষে সময়টি শুভ। কতিপয় বন্ধু আপনার বন্ধুমহলে সম্মানহানি করার চেষ্টা করবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে।

কর্কট
বিকল্প কাজে সাফল্যের সম্ভাবনা। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। ছোটখাট শারীরিক সমস‌্যায়ও অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিবেশীর পারিবারিক ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। ব‌্যবসায় সাময়িক চাপ থাকবে। তবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। আগামিদিনে উন্নতির সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

সিংহ
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। তবে এ নিয়ে বিচলিত হবেন না। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ‌্যহানির আশঙ্কা। পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়ের কারসাজিতে তাল কাটতে পারে। বয়ঃসন্ধির সন্তানের দিকে বাড়তি নজর রাখুন। জমিজমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। পথেঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন।

কন্যা
আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এই সময় না করাই শ্রেয়, বিদ‌্যার্থীদের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। কর্মক্ষেত্র থেকে কোনও মূল‌্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। নতুন যানবাহন কেনার জন‌্য ঋণ পেয়ে যাবেন। তবে ঋণ নেওয়ার আগে পরিশোধের পরিকল্পনা অবশ‌্যই করে নেবেন। বয়স্কদের উচ্চরক্তচাপ ও শর্করাজনিত রোগ দেখা দিতে পারে।

তুলা
সপ্তাহের শুরুতে বাড়তি উপার্জনের পথ ত্বরান্বিত হবে। সন্তানের উচ্চশিক্ষা ও সাফল‌্য আপনাকে মানসিক শান্তি দেবে। লটারি বা শেয়ারে এই সময় কোনও বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে আপনার উদার মনোভাব সহকর্মীরা ভাল চোখে নাও নিতে পারে। মাতৃকূল থেকে অর্থ বা সম্পত্তি পাওযার যোগ। যাঁরা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে চান তাঁদের সময়টি শুভ। সপ্তাহের শেষে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন।

বৃশ্চিক
এই রাশির জাতক-জাতিকাদের বর্তমান সময়টি অত‌্যন্ত শুভ। বাবা-মায়ের শরীর মোটের উপর ভালই থাকবে। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ভাইবোনদের সঙ্গে বিরোধ মামলা-মোকদ্দমা অবধি যেতে পারে। সন্তানের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেলেও ব‌্যবসা করলেও নিশ্চিতরূপে সাফল‌্য আসবে।

ধনু
সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। এই সময় আর্থিক উন্নতি আশা না করাই শ্রেয়। দীর্ঘদিনের কোনও স্বপ্নপূরণ হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারকে নিয়ে ভ্রমণের সময় কোনও সমস‌্যায় পড়তে পারেন। যানবাহন চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। সন্তানের ব‌্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। পারিবারিক ব‌্যবসায় বিনিয়োগ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি।

মকর
কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন‌্য সামান‌্য বাধাবিঘ্ন থাকলেও আপনার কর্মে উন্নতি তারা আটকাতে পারবে না। এই সময় দ্বিমুখী উপার্জনের পথ খুলে যেতে পারে। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য ক্ষতি হতে পারে। বয়স্করা পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন।

কুম্ভ
বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের এই সময় চাকরি পরিবর্তনের চেষ্টা করা উচিত। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ব‌্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও সজাগ থাকুন। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। বাবা-মার একাকীত্ব দূর করার জন‌্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন।

মীন
খরচবহুল সপ্তাহ। এই সময় অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। নতুন গৃহ নির্মাণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে। যাঁরা কর্মক্ষেত্রে টাকাপয়সা নিয়ে কাজ করেন তাঁরা খুব সতর্কভাবে কাজ করবেন। সহকর্মীদের কারসাজিতে মিথ‌্যা অপবাদ নিতে হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

নতুন বাংলা বছরে ধনী হতে পারেন পাঁচ রাশির জাতক-জাতিকা

সকলেই চান নতুন বছর তাঁদের জন্য শুভ বার্তা নিয়ে আসুক। পরিবারে সুখ-শান্তি বজায় থাকুক এবং কর্মে ও আর্থিক দিকেও উন্নতি হোক। তবে জ্যোতিষশাস্ত্র মতে, নতুন বছরে বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির জাতক- জাতিকারা ধনবান হতে চলেছেন। অর্থাৎ, তাঁদের হাতে প্রচুর অর্থ আসবে।

মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের এই নতুন বছর খুবই শুভ কাটতে চলেছে। নতুন নতুন কাজের সুযোগ আসবে এবং আর্থিক দিকেও স্বচ্ছলতা থাকবে। যে কোনও এঁদের খুবই আগ্রহ থাকবে, যার ফলে কর্মে বিশেষ উন্নতি ঘটবে। এ ছাড়া নতুন বছরে অর্থের জোগান খুব ভাল থাকবে এবং নিজের মায়ের কাছ থেকে অর্থ প্রাপ্তি হতে পারে।

মিথুন
এই নতুন বছরে কর্মে উন্নতি করতে পারবেন মিথুন রাশির জাতক- জাতিকারা। এঁদের ব্যবসা খুব ভাল চলবে, যার ফলে আর্থিক উন্নতি হবে। চাকরি ক্ষেত্রেও এঁদের বিশেষ উন্নতি হবে।

বৃশ্চিক
ব্যবসা বা চাকরি দু’দিকেই সাফল্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। বেতনও বৃদ্ধি হতে পারে।

ধনু
নতুন বছরে সব দিক থেকে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক-জাতিকাদের। এই বছর চাকরির জন্য বিদেশ যাওয়ারও সুযোগ মিলতে পারে এবং কর্মে প্রচুর উন্নতি হবে।

মীন
এই নতুন বছরে চাকরির ক্ষেত্রে দারুণ উন্নতি করার সুযোগ পাবেন মীন রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে খুবই প্রশংসিত হবেন খুবই প্রশংসিত হবেন এঁরা। তবে যখনই সুযোগ আসবে, তা অবশ্যই কাজে লাগাতে হবে। এ ছাড়া, এঁদের আর্থিক দিকেও উন্নতি হবে এবং হাতে প্রচুর অর্থ আসবে।

১২ ফেব্রুয়ারি হাতে টাকা আসবে? নিজের রাশি মিলিয়ে জেনে নিন

রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য;

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হবে। চাকরিতে প্রতিযোগিতার ওপর জোর দেওয়া প্রয়োজন। অফিসে সবার আস্থা জয় করতে পারবেন। অর্থনৈতিক সুবিধার সুযোগ বাড়বে। প্রতিযোগিতায় সফল হবেন। বিনিয়োগে ভাল হবে। যানবাহন ও জমি সংক্রান্ত বিষয়ে উন্নতি হবে। 

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

এই সময় সবার সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের লাভ বাড়বে এবং অর্থনৈতিক দিক ভাল হবে। কেরিয়ার ও ব্যবসায় মনোযোগ দেওয়া প্রয়োজন। সনাতন কাজে সক্রিয়তা বাড়বে। বিরোধী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে রাখা প্রয়োজন, না হলে সমস্যার সৃষ্টি হতে পারে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

অফিসে কাজের সময় অপরিচিত লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কাজে স্বস্তি আসবে। ব্যবসায়ীরা নিয়মিত গতিতে এগিয়ে যাবেন। লাভের হার স্বাভাবিক থাকবে। নতুন মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

কাজের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ফলাফলের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। চাকরিতে বড় সাফল্য আসবে। হিসাব-নিকাশের দিকে নজর দেওয়া প্রয়োজন। নতুন কর্মের প্রচেষ্টায় নেতৃত্বের সম্ভাবনাকে কাজে লাগান। ব্যবসায়িক বিষয়ে উন্নতি হবে। ব্যবসায় নিয়ন্ত্রণ বাড়বে। গুরুত্বপূর্ণ কাজে গতি থাকবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

অন্যের সঙ্গে ক্রেডিট লেনদেন এড়িয়ে চলুন। সব ক্ষেত্রেই ধারাবাহিকতা বজায় থাকবে। পরিশ্রমী হয়ে সুযোগ কাজে লাগাতে হবে। পেশাগত জীবন ভাল হবে এবং ব্যবসা মিশ্র হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনি যা শুনছেন তা বিশ্বাস করবেন না।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

ব্যবসা এগিয়ে যাবে নির্দ্বিধায়, সব ক্ষেত্রেই সুবিধা হবে। দ্রুত লক্ষ্য অর্জনের চিন্তা করা প্রয়োজন। ব্যবসায়িক পরিস্থিতিতে নিয়ন্ত্রণ বাড়বে। অতিরিক্ত উদ্দীপনা এড়িয়ে চলা প্রয়োজন। সহকর্মীদের প্রতি আস্থা থাকবে। বিরোধীদের প্রতি সজাগ দৃষ্টি থাকবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

কাজের প্রচেষ্টা ইতিবাচক হবে। আর্থিক বিষয়ে ভাল হবে। সংবেদনশীল হতে হবে, কাজের পরিবেশে স্বস্তি আসবে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শৃঙ্খলা এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইগোর ফাঁদে পা দেবেন না।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কেরিয়ার এবং ব্যবসায় বিভিন্ন প্রচেষ্টা অনুকূলে থাকবে। নতুন সম্ভাবনা বাড়বে। কাজে অলসতা পরিহার করুন। ব্যক্তিগত প্রচেষ্টায় ভাল হবে। বিরোধীরা শান্ত থাকবে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকবে। কাছের মানুষের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ ভাল থাকবে এবং প্রভাব বাড়বে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

চাকরিজীবীদের আয়ের উৎস বাড়বে। কর্মজীবনে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল ফল করবেন। ব্যবস্থাপনা কার্যকর হবে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। আর্থিক দিকে ভাল হবে এবং মূল্যবান উপহার পেতে পারেন। শিল্পে সাফল্য আসবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

কর্মক্ষেত্রে, আপনি আপনার শক্তি এবং সাহস দিয়ে সবাইকে মুগ্ধ করবেন। সৃজনশীল কাজে গতি থাকবে। ব্যবসায়িক বিষয়ে সফলতা আসবে। পেশাদাররা প্রভাবশালী হবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপ নেবে। ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাজের উন্নতি হবে। অর্থনৈতিক ব্যবসার সুযোগ বাড়তে থাকবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

ব্যবসায়িক কাজে আগ্রহ বাড়বে। বাজেট তৈরি করুন এবং সিনিয়রদের পরামর্শ অনুসরণ করুন। তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। পেশাগত ব্যবসা স্বাভাবিক হবে। লাভের ব্যাপারে সচেতন হবেন। শত্রুদের থেকে সাবধান থাকার প্রয়োজন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

ব্যবসায় মসৃণ বৃদ্ধি হবে। সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। ইতিবাচক চিন্তা আপনাকে বড় করে তুলবে। ব্যবসায় তৎপরতা বজায় থাকবে। শ্রমসাধ্য কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর্থিক বিষয়ে ধৈর্য বজায় রাখতে হবে এবং খরচ নিয়ন্ত্রণ করুন।

নতুন বছরে টাকা আসবে কোন কোন রাশির

নতুন বছর এলে সকলেই এক পরিবর্তন প্রত্যাশা করেন। এবং সেটা ইতিবাচকই। নতুন বছরটি কেমন যাবে, কেমন কাটবে, শরীর-স্বাস্থ্য কেমন থাকবে, প্রেম-পরিণয় হবে কিনা-- এ সব নিয়ে মানুষের বিপুল কৌতূহল। তবে সব চেয়ে বেশি কৌতূহল সম্ভবত টাকা-পয়সা নিয়ে। নতুন বছরে কার কপালে কেমন টাকা-পয়সার যোগ রয়েছে এটা নিয়ে মানুষ সব চেয়ে বেশি উদগ্রীব থাকেন। আসুন, দেখে নেওয়া যাক, কোন রাশির হাতে আসছে কেমন টাকা?

মেষ- নতুন বছরটি মেষের জাতক-জাতিকার জন্য খুব একটা ভালো নয়। তবে অক্টোবর ৩০-এর পরে সময় কিছুটা ভালো হলেও হতে পারে। 

বৃষ- এ বছরটিতে শনি থাকবে দ্বাদশচক্রের দশম ঘরে। বৃষরাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য খুবই ভালো হবে। হাতে টাকা আসার যোগ রয়েছে। 

মিথুন- মিথুন রাশির জন্য এই বছরটি আর্থিক দিক থেকে দারুণ ভালো যাবে। তবে পরিশ্রম চালিয়ে যেতে হবে।

কর্কট- চাকরিজীবীদের জন্য খুবই ভালো বছর। যদিও স্বাস্থ্য নিয়ে সংকটে থাকবেন এই রাশির জাতকেরা। তাই খরচ হবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও সামগ্রিক ভাবে কর্মক্ষেত্রে এঁরা  ডমিনেট করার চেষ্টাই করবেন।    

সিংহ- এপ্রিল পর্যন্ত এই রাশির জাতকদের জন্য খুবই ভালো আসন্ন ২০২৩। ব্যবসায়ীরা এই সময়ে বড় ঝুঁকি নেবেন না। ক্রোধ সংবরণ করতে হবে। নিকট বন্ধুর হাতে প্রবঞ্চিত হতে পারেন।  

কন্যা- কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। তবে বছর জুড়ে স্ট্রাগল করতে হবে। খরচও বাড়বে।  

তুলা- বছরটি মিশ্রফল বয়ে আনবে। পড়ুয়াদের জন্য বেশ ভালো বছর। এদিকে ঋণ বৃদ্ধি হতে পারে। সংসারের স্ট্রেস, কর্মক্ষেত্রের চাপ, গোপন উদ্বেগ থেকে মুক্তি নেই। সব কিছুই অর্থনৈতিক জীবনের উপর প্রভাব ফেলবে।   

বৃশ্চিক- এঁদের জন্য দারুণ বছর। চাকরিজীবীদের জন্য ভালো। পদোন্নতির যোগ রয়েছে। 

ধনু- গোটা বছরটা জুড়েই অর্থনীতিতে ভালো সময় যাবে। সম্পত্তিকে অর্থকরী কাজে লাগানো যাবে। তবে কোথাও বিনিয়োগ করার আগে একটু ভেবেচিন্তেই তা করা উচিত। 

মকর- ব্যবসায়ীদের পক্ষে খুব ভালো বছর। অর্থনৈতিক লাভের নানা যোগ রয়েছে। সাফল্য আসবেই, তবে কঠিন পরিশ্রমের শেষে, মানে,পরিশ্রম বৃথা যাবে না। তবে খরচে রাশ টানতেই হবে। 

কুম্ভ- শনির জেরে একটু সমস্যা থাকবে। ব্যবসায়ীদের এই বছরটিতে প্রচুর পরিশ্রম করতে হবে, পাশাপাশি এটাও ঠিক, ব্যবসার নতুন পথও খুলবে। চাকরিজীবীদের জন্য খুবই ভালো, পদোন্নতির যোগ রয়েছে। 

মীন- একটু স্ট্রাগল থাকবে। কথাবার্তা  খরচখরচা-- দুক্ষেত্রেই সংযম অবলম্বন করতে হবে। রাহু-যোগ থাকায় অর্থনীতি একটু ধাক্কা খাবে। 

(এখানে ফোরপিলার্সবিডি নিজের কোনও মত জানাচ্ছে না। নতুন বছরটির রাশিসংস্থান ও তার ফলাফল ঘিরে ঘুরতে থাকা প্রচলিত মতামতগুলিই এখানে অনুসরণ করা হয়েছে)